বিশ্ব ফুটবলের মুকুটহীন সম্রাট লিওনেল মেসি। স্টেডিয়ামের আলো, হাজারো ক্যামেরা আর গ্যালারির গর্জন থেকে কিছুটা দূরে সরে এবার একেবারে অন্য এক অভিজ্ঞতার সাক্ষী হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারত সফরের ফাঁকে গুজরাটের জামনগরে অবস্থিত বনতাড়া অভয়ারণ্যে সময় কাটিয়ে প্রকৃতি, বন্যপ্রাণ ও ভারতীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন উপভোগ করলেন মেসি।
ফুটবলের গতিময় জীবনের বাইরে এই সফর যেন মেসির কাছে এক বিরল বিরতি। বনতাড়ার শান্ত পরিবেশ, সবুজে ঘেরা প্রকৃতি এবং বন্যপ্রাণ সংরক্ষণের বাস্তব ছবি তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয়
বনতাড়ায় মেসিকে পরিচয় করানো হয় ভারতীয় আধ্যাত্মিক চর্চা ও সংস্কৃতির সঙ্গে। পুজোপাঠ, ধ্যান এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের অভিজ্ঞতা পান তিনি। সাধারণত ব্যস্ত সূচিতে বাঁধা থাকা মেসির কাছে এই ধীর, সংযত ও মননশীল পরিবেশ ছিল একেবারেই আলাদা।
যাঁরা কাছ থেকে বিষয়টি দেখেছেন, তাঁদের মতে— ভারতীয় আচার-অনুষ্ঠানের সরলতা, শ্রদ্ধাবোধ ও ভারসাম্যের দর্শন মেসির মনে গভীর প্রভাব ফেলেছে। দৈনন্দিন জীবনের সঙ্গে সংস্কৃতি কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা তিনি কাছ থেকে অনুভব করেছেন।
বন্যপ্রাণ সংরক্ষণের বাস্তব চিত্র
বনতাড়া অভয়ারণ্যে শুধু দর্শক হিসেবেই থাকেননি মেসি। উদ্ধার হওয়া পশু-পাখিদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের কাজ প্রত্যক্ষ করেন তিনি। পশু চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। কীভাবে ধৈর্য ও যত্নের সঙ্গে প্রাণীদের সুস্থ করে তোলা হয়, তা দেখেন বিশ্বকাপজয়ী তারকা।
মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থান কীভাবে সম্ভব— সেই বাস্তব অভিজ্ঞতাও এই সফরে অর্জন করেন মেসি।
হাতি মানিকলালের সঙ্গে ফুটবল মুহূর্ত
এই সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে যখন মেসির সঙ্গে দেখা হয় বনতাড়ার এক বাসিন্দা— হাতি মানিকলালের। ফুটবলপ্রেমী মানিকলালের দিকে মেসি নিজে পায়ে করে বল পাঠান। আর অবাক করার মতো দক্ষতায় সেই বল ফিরিয়ে দেয় হাতিটিও। সেই মুহূর্তে খোশমেজাজে, শিশুসুলভ আনন্দে ভেসে যান মেসি।
খেলা, কৌতূহল, উষ্ণতা আর আনন্দ— সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকে বনতাড়া।
শান্তির বার্তা নিয়ে বিদায়
প্রকৃতির কোলে কাটানো এই সময় শেষে চনমনে মেসি। বনতাড়ায় তাঁর এই সফর শুধু এক তারকার ভ্রমণ নয়— বরং তা ভারতীয় সংস্কৃতির স্পর্শ, বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব এবং শান্তি ও সংহতির এক নীরব বার্তা বহন করে।
ফুটবলের মাঠের বাইরেও যে মেসি অনুভূতি ও মানবিকতার মানুষ— জামনগরের বনতাড়ায় তাঁর সফর তারই প্রমাণ দিল।
Leave a comment